AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজ পোর্টাল ভেবে চুক্তি করেছিল সাকিব!


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০১ পিএম, ১৩ আগস্ট, ২০২২
নিউজ পোর্টাল ভেবে চুক্তি করেছিল সাকিব!

বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেটউইনার নিউজকে একটি নিউজ পোর্টাল ভেবে চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুঁশিয়ারির পর বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল করেন তিনি।

সেটি বাতিল করায় আবারও সাকিবকে অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্বে তাকেই ভেবে রেখেছিল বিসিবি। কিন্তু হঠাৎ তার এমন কাণ্ডে বিপাকে পড়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ অবধি অবশ্য শনিবার সাকিবকেই করা হয়েছে অধিনায়ক। এমন কাণ্ডের পরও কেন তাকেই অধিনায়ক করা হলো?

এমন প্রশ্নে ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার গুলশানে সাংবাদিকদের বলেছেন, ‘এটা নিয়ে (বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি) অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে তার এমনটা করা উচিত হয়নি। আর সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণণ ক্রিকেটার।’

এছাড়া তিনি বলেন,‘যেহেতু আমরা আগে থেকেই সিদ্ধান্ত রেখেছিলাম যে সাকিবকে নেতৃত্ব দেয়া হবে তাই ওটাই করা হয়েছে। যেহেতু সাকিব প্রেসিডেন্টের সামনে এবং আমাদের সামনে বলেছে যে ওটাকে অনলাইন নিউজ পোর্টটাল মনে করে ওটার সাথে চুক্তি করেছে। তাকে বুঝিয়ে বলার পর সে কিন্তু সরে এসেছে। ’

জালাল ইউনুস আরও বলেন, ‘তার কাছে মনে হয়েছে যে এটা মিসগাইডেড। এসব নিয়ে আলোচনা হয়েছে। এটা যেহেতু আমাদের অনুমতি ছাড়া চুক্তি করেছে এ ব্যাপারে (শাস্তি বা কারণ দর্শানো) পরবর্তী বোর্ড সভায় আলোচনা করা হবে। ’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় শনিবার বৈঠকে বসেন বোর্ড কর্তারা ও সাকিব। এর আগেও জুয়াড়ির প্রস্তাব গোপন করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার তিনি বিতর্কে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। 

এমন একজনকে অধিনায়ক করা কতটুকু ঠিক হলো? জানতে চাইলে জালাল ইউনুস বলেছেন, ‘এখানে আমাদের যুক্তি তো আছে। আমরা তো বলেছি সে আমাদের সেরা ক্রিকেটার, সে দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে যে ভুল করেছে আমরা তা মেনে নিয়েছি। পরবর্তীতে যেন এমন ভুল না করে সেটা তাকে বলা হয়েছে এবং সাকিব তা মেনেও নিয়েছে। ’

একুশে সংবাদ/এসএস

Link copied!