AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ড নারী ফুটবলারের জার্সি খুলে উল্লাস, কি বলছে দর্শকরা!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৮ পিএম, ১ আগস্ট, ২০২২
ইংল্যান্ড নারী ফুটবলারের জার্সি খুলে উল্লাস, কি বলছে দর্শকরা!

অর্ধশত বছর পর নারীদের ফুটবেলে ঐতিহাসিক শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইউরোর সেরা লড়াইয়ে অতিরিক্ত সময়ের গোলে জয়ের পর বাঁধনহারা উৎসবই স্বাভাবিক। যার পায়ের জাদুতে স্বপ্ন সত্যি হলো, তার আনন্দ যে সীমাহীন হবে সেটাও অনুমেয়। 

কিন্তু সেই আনন্দ-উচ্ছ্বাসের আতিশয্যে এমন একটা কাজ করে বসলেন ইংল্যান্ডের জয়সূচক গোলদাতা ক্লোয়ে কেলি, যা দেখে নেট দুনিয়া রীতিমত তোলপাড়।

ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে জার্মানির সঙ্গে ১-১ সমতায় ছিল স্বাগতিক ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গড়ানোর পরও দুই দলের কেউই এক অপরের গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না। তবে ম্যাচের ১১০ মিনিটে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ক্লোয়ে কেলির ডান পায়ের শটে হয় সেই আপাত অসাধ্য সাধন। বল ঠাঁই পায় রেকর্ড আটবারের ইউরোজয়ী জার্মানির জালে।


বল জালে জড়ানোর পরপরই নিজের জার্সি খুলে উন্মাতাল উদযাপনে মাতেন গোলদাতা কেলি। মাথার উপর জার্সি ঘোরাতে ঘোরাতে তিনি ছুটলেন ডাগআউটে থাকা কোচ সারিনা উইগম্যানের দিকে। দেশের হয়ে নিজের প্রথম গোলেই যদি লেখা হয় যায় ইতিহাস, তাহলে এমন বাঁধভাঙা উদযাপনের জন্য তাকে একেবারেই দোষ দেওয়া যায় না।

একুশে সংবাদ/এসএস

Link copied!