AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটি কমিয়ে সবার আগে পিএসজির অনুশীলনে মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৩ পিএম, ৬ জুলাই, ২০২২
ছুটি কমিয়ে সবার আগে পিএসজির অনুশীলনে মেসি

নতুন মৌসুমে পিএসজির জার্সি গায়ে বাড়তি তাড়না যোগাচ্ছে আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসিকে। এ বছরের শেষদিকে কাতারে পর্দা উঠবে ২২তম ফুটবল বিশ্বকাপের। বর্ণিল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেন মেসি, শুধু বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছাড়া। 

২০১৪ বিশ্বকাপের ফাইনালে যেয়েও জার্মানির কাছে হেরে খালি হাতেই ফিরতে হয়েছে। বিশ্বকাপের আগে এবারই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। গত তিন বছরে কোনো কোনো ম্যাচ তো হারেইনি, বরং এক বছরে দু’টো শিরোপা ( কোপা আমেরিকা ও ফাইনালিসিমা) জিতেছে দলটি। 

মেসির অধিনায়কত্বে পুরো আর্জেন্টিনা এখন সবচেয়ে বেশি একতাবদ্ধ। অনেক ফুটবল বিশ্লেষকই কাতারেই মেসির শেষ সুযোগ দেখছেন বিশ্বকাপ জেতার। এবার কোনোভাবেই আর খালি হাতে ফিরতে চান না। 

লম্বা বিরতিতে নিজের শহর রোসারিওতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি। সেখানে প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ ও তাঁর পরিবারও ছিলেন। এরপর ইবিজায় গিয়েছিলেন মেসিরা। সেখানে মেসি-সুয়ারেজের সঙ্গে যোগ দেন বন্ধু সেস ফ্যাব্রিগাসও। 

যদিও ছুটি এখনো এক সপ্তাহ বাকি ছিল। তবে সব মিলিয়ে মেসি যেন একটু বেশিই বাড়তি তাগিদ অনুভব করছেন। তাইতো ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই পিএসজির অনুশীলনে যোগ দিলেন এই খুদে যাদুকর।

মঙ্গলবার (৫ জুলাই) নতুন কোচ ক্রিস্টোফি গাল্টিয়েরের অধীন গতকালই প্রথম অনুশীলনে নেমেছিলেন পিএসজির খেলোয়াড়েরা। প্রথম দিনেই মেসিকে পেয়ে গেলেন নতুন পিএসজি বস। প্রথম থেকে নতুন কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে বদ্ধ পরিকর মেসি। বিশ্বকাপের আগে অনুশীলনেই পুরো মনোযোগ দিতে চান আর্জেন্টাইন অধিনায়ক।

একুশে সংবাদ/এসএস

Link copied!