AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের ‘ডিএসপি’ হলেন শাহিন আফ্রিদি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৮ পিএম, ৫ জুলাই, ২০২২
পুলিশের ‘ডিএসপি’ হলেন শাহিন আফ্রিদি

পাকিস্তানে পেসার শাহিন শাহ আফ্রিদি দারুণ জনপ্রিয়। আফ্রিদিকে এবার নিজেদের দলে নিয়ে নিলো খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ। কেপি পুলিশ আফ্রিদির সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পুলিশ বিভাগ।

সেখানে পাক পেসার হাজির হয়েছিলেন পুলিশের পোশাকে। সেই অনুষ্ঠানে কেপি আইজি মোয়াজ্জাম জাহ আনসারি পেসারের পোশাকে সম্মানসূচক ডিএসপির ব্যাজ লাগিয়েছিলেন। অবশ্য আফ্রিদির বাবা একজন পুলিশ অফিসার। তার ভাইও কাজ করছেন পুলিশেই। যে কারণে পুলিশের কাজটা কত কঠিন, সেটা ভালোই বোঝেন তিনি। এবার তিনি নিজেও সম্পৃক্ত হলেন পুলিশের সঙ্গে। 

পুলিশে যোগ দেওয়ার এই অনুষ্ঠানে এরপর ভাষণও দিয়েছেন আফ্রিদি। সেখানে নিজের পরিবারের সম্পৃক্ততা জানিয়ে তিনি বলেন, ‘কেপি পুলিশের শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য সম্মানের বিষয়।

আমার বাবা পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। আমার ভাইও এই বিভাগে কাজ করছেন। আর তাই আমি জানি এখানে কাজটা কত কঠিন।’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ বাহিনীর শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান এই ক্রিকেটার।

উল্লেখ্য’ শাহিন আফ্রিদি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৪টি টেস্ট। সেখানে ২৫.০৮ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৯৫টি। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ইনিংসে তার সেরা বোলিং ৫১ রানে ৬ উইকেট, আর ম্যাচে ৯৪ রানে ১০ উইকেট শিকারের কীর্তি আছে তার।

ওয়ানডে ফরম্যাটে তিনি ম্যাচ খেলেছেন ৩২টি। উইকেট নিয়েছেন ৬২টি। এই সংস্করণে ৩৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকারের কৃতিত্ব আছে তার। ৪০টি টি-টোয়েন্টি খেলে শাহিন উইকেট নিয়েছেন ৪৭টি।

একুশে সংবাদ/এসএস

Link copied!