AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারিশ্রমিক পেতে বিসিবির শরণাপন্ন ৬ নারী ক্রিকেটার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৪৭ পিএম, ১১ মে, ২০২২
পারিশ্রমিক পেতে বিসিবির শরণাপন্ন ৬ নারী ক্রিকেটার

অনেক চেষ্টাও পরও পারিশ্রমিক না পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হলেন শেখ রাসেল স্পোর্টস একাডেমির ৬ জন নারী ক্রিকেটার। বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর চিঠি দিয়েছেন তারা। বিসিবির উইমেন্স উইং ম্যানেজার তৌহিদ মাহমুদ চিঠিটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐ চিঠিতে বলা হয়, ২০১৯ সালে ঢাকা ওমেন্স প্রিমিয়ার লিগে শেখ রাসেল স্পোর্টস পরিষদের হয়ে খেললেও চুক্তিবদ্ধ অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি। বিভিন্ন সময় পাওনা পরিশোধের কথা বললেও এখনো তা দেওয়া হয়নি। বিষয়টি এর আগেও বিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকতার কাছে জানানো হলেও কোন সুরাহা হয়নি।

এবার ২০২২ সালের ঢাকা ওমেন্স প্রিমিয়ার লিগের আগে ক্লাবটি পক্ষ থেকে বকেয়া পরিশোধের ব্যবস্থা করলে সংশ্লিষ্ট খেলোয়াড়গণ উপকৃত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শেখ রাসেল স্পোর্টস একাডেমির কাছে ৬ জনের পাওনা টাকার পরিমাণ ৬ লাখেরও বেশি। চিঠির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি দেড় লাখ টাকা পাবেন তাজিয়া আক্তার। খাদিুজাতুল কুবরা ১ লাখ ৩০ হাজার, শায়লা শারমিন ১ লাখ ১০ হাজার, তাহিন তাহেরা ১ লাখ, ইতি মন্ডল ৯৫ হাজার এবং রূপা রায় ৫৫ হাজার টাকা পাবেন।

একুশে সংবাদ/এসএস

Link copied!