AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিয়ালের জয়ের রাতে হেরেছে বার্সেলোনা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:২৬ পিএম, ২১ জানুয়ারি, ২০২২
রিয়ালের জয়ের রাতে হেরেছে বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলোনা কোপা দেল রেতে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে যেন নিজেদের খুঁজে ফিরছে। শুরুতে এগিয়ে যাওয়া বিলবাওয়ের বিপক্ষে শেষদিকে প্রতিরোধ গড়ে তুললেও অতিরিক্ত সময়ে গিয়ে আর পারেনি কাতালানরা। বৃহস্পতিবার রাতে বিলবাওয়ের মাঠে কোপা দেল রের শেষ বত্রিশে ৩-২ ব্যবধানে হারে জাভি এরনান্দেসের দল।  

খেলার শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় বিলবাও। নিকো উইলিয়ামসের ডি-বক্সে দেওয়া পাস কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ইনাকি মুনিয়াইন। বেশিক্ষণ অবশ্য ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২০তম মিনিটে সদ্য দলে ভেড়ানো ফেরান তরেস বার্সেলোনাকে সমতায় ফেরান। সের্হিও বুসকেতসের পাস ডি-বক্সে পেয়ে উঁচু শটে জাল খুঁজে নেন তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড।  

বিরতির পর খেলতে নেমে আধিপত্য ধরে রাখে বিলবাও। শেষ ৪৫মিনিটে বেশ কয়েকটি আক্রমণ করেও অবশ্য বার্সার রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি তারা। তবে ৮৬তম মিনিটে ইনিগো মার্তিনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অবশ্য সমতায় ফেরে কাতালানরা। ডি-বক্সের মধ্যে ডান দিক থেকে বল বাড়ান দানি আলভেস। আর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধার মুখে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি।  

২-২ স্কোরলাইন নিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু লড়াই চলতে থাকে আগের মতোই বিলবাওয়ের পক্ষে। ১০৫তম মিনিটে ডি-বক্সে নিকো উইলিয়ামসের শট হাতে লাগে জর্দি আলবার। ভিএআর দেখে পেনাল্টির ঘোষণা দেন রেফারি। দারুণ স্পট কিকে বার্সেলোনা থেকে জয় ছিনিয়ে নেন মুনিয়াইন। শেষদিকে অনেক চেষ্টা করেও আর জয়ে ফেরা হয়নি পিকে-আলবাদের। হেরে বিদায় নেয় কোপা দেল রে থেকে।

একুশে সংবাদ/এসএস

Link copied!