AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিশ্রম করে সাফল্যকে স্পর্শ করতে চাই-হ্যাভিয়ের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৫৮ পিএম, ১৯ জানুয়ারি, ২০২২
পরিশ্রম করে সাফল্যকে স্পর্শ করতে চাই-হ্যাভিয়ের

ছবি: বাফুফে

এক বছরের জন্য জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে। ঢাকা পৌঁছে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদকর্মীদের মুখোমুখি হেয়েছিলেন তিনি। জাতীয় দল কমিটির সঙ্গে সামান্য সৌজন্য সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন হ্যাভিয়ের ক্যাবরেরা। 

তিনি বলেন,‘জাতীয় দলে প্রথম হলেও আমার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এবং এই উপমাহাদেশে কাজ করেছি।’এই বছর ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। এই সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জুনে এশিয়ান কাপ বাছাই। করোনার জন্য একটি নিরপেক্ষ ভেন্যুতে হবে এই প্রতিযোগিতা। চার দলের একটি গ্রুপে পড়বে বাংলাদেশ। তিন ম্যাচে গ্রুপের রানার্স আপ হতে পারলে ১৯৮০ সালের পর আবার এশিয়া কাপ খেলতে পারবে বাংলাদেশ।

হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশ এশিয়া কাপ খেলার স্বপ্ন দেখতে পারে কি না, এমন  প্রশ্নে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি স্টেপ বাই স্টেপ আগাতে চাই। আগে খেলোয়াড়দের দেখতে চাই, মার্চে ফিফা উইন্ডো আছে। এরপর এশিয়ান কাপ বাছাই নিয়ে ভাবব। তবে অবশ্যই এশিয়া কাপে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে যাব।’

জেমি ডে দুই বছর বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে ছিলেন। আবাহনী, বসুন্ধরা কিংসে কাজ করা দুই কোচ ম্যারিও ল্যামোস এবং অস্কার ব্রুজনও ছিলেন জাতীয় দলে। তারা কেউ বাংলাদেশ দলকে সাফল্য এনে দিতে পারেননি। হ্যাভিয়ের বাংলাদেশকে কিভাবে সাফল্য এনে দেবেন? এমন প্রশ্নে খুব সহজ উত্তর দিয়েছেন নতুন কোচ, ‘আমি শূন্য থেকে শুরু করতে চাই। পরিশ্রম করে সাফল্যকে স্পর্শ করতে চাই।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশ আছে ১৮০ এরও বাইরে। এক বছর পর মেয়াদ শেষে বাংলাদেশের র‌্যাংকিংয়ের উন্নতি চান হ্যাভিয়ের, ‘এক বছর কোথায় থাকব সেটা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‌্যাংকিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’ 

বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই কোচের উপর ভরসা করতে চান। তিনি বলেন, ‘আপনাদের মতো আমরা সবাইও জাতীয় দলের সাফল্য চাই। সাম্প্রতিক সময়ে খুব কাছাকাছি গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। আশা করব কোচ সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমরা তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।’ 

৩ ফেব্রুয়ারি থেকে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হবে। লিগ শুরু হওয়ার আগেই হ্যাভিয়ের বিভিন্ন ক্লাবের প্রশিক্ষণ দেখতে যাবেন। লিগ শুরু হলে ভেন্যুতে ভেন্যুতে ঘুরে খেলা দেখবেন। বাংলাদেশে আসার আগে জাতীয় দলের কিছু ম্যাচের ভিডিও এবং সর্বশেষ দুই টুর্নামেন্টের কিছু ম্যাচ দেখেছেন। সেগুলো তার পর্যবেক্ষণ, ‘খেলার মান ও খেলোয়াড়দের পছন্দ হয়েছে। এখন সামনে থেকে কাজ করব।’

হ্যাভিয়েরের সহকারী কারা হবেন সেটি এখনো ঠিক করেনি ফেডারেশন। তার সঙ্গে আলোচনা করে কিছু দিনের মধ্যেই চূড়ান্ত করবে। 

একুশে সংবাদ/এসএস

Link copied!