AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন কোচের কাছে প্রত্যাশা জানালেন সালাউদ্দিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৪৯ পিএম, ১৭ জানুয়ারি, ২০২২
নতুন কোচের কাছে প্রত্যাশা জানালেন সালাউদ্দিন

ছবি: বাফুফে

করোনা নেগেটিভ সনদ পাওয়ার পরই কর্মব্যস্ততা শুরু হয় জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। সোমবার ১৭ জানুয়ারি) বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বাফুফে সভাপতির কক্ষে প্রায় এক ঘণ্টা আলাপ-আলোচনা হয়। এ সময় বাফুফে সাধারণ সম্পাদক , ব্রিটিশ টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিও উপস্থিত ছিলেন।
 
বাফুফের সভাপতির সঙ্গে বৈঠকের পর শুধু হাত নাড়িয়ে হ্যালো বলে ভবন ছেড়েছেন হ্যাভিয়ের। জাতীয় দলের এই কোচের নিয়োগ হয়েছে মূলত সভাপতি কাজী সালাউদ্দিনের সম্মতিতেই। সশরীরে কোচের সঙ্গে প্রথম সভা শেষে সালাউদ্দিনের প্রতিক্রিয়া, ‘মনে হচ্ছে সে খুব সক্রিয় ব্যক্তি। কথাবার্তা শুনে মনে হয়েছে সে সাফল্য পেতে খুব আগ্রহী।’

সাফল্যের জন্য আগ্রহী হলেও হ্যাভিয়েরের জাতীয় দলের কোচ হিসেবে তো নয়-ই, ক্লাব পর্যায়েও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের তেমন অভিজ্ঞতা নেই। এটাকে তেমন সমস্যা মনে করেন না সালাউদ্দিন, ‘সে যখন জবটা গ্রহণ করেছে তখনই জাতীয় দল নিয়ে আগ্রহী। জাতীয় দল নিয়ে কাজ করা গর্বের। এখান থেকে ভালো রেজাল্ট করলে তার ক্যারিয়ার হাই হবে। আমাদের দেশে এর আগে যারা কোচ হিসেবে এসেছেন টম (সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট) ছাড়া আর কারো জাতীয় দলের অভিজ্ঞতা ছিল না।’ 

কাজী সালাউদ্দিন ইতিহাসের ব্যাপ্তি নিয়ে কথা বললেও তার সভাপতিত্ব সময়েই একাধিক কোচ নিয়োগ হয়েছে যারা ইতোপূর্বে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ব্রাজিলিয়ান এডসন সিলভা ডিডো এর মধ্যে অন্যতম। তাই দলের নতুন কোচের কাছে তার চাওয়া ছিল, ‘আমরা ইদানিং শেষ চার মিনিট আগে হেরে যাচ্ছি। এটা তাকে নিশ্চিত করতে বলেছি যেন শেষ মুহূর্তে না হারি।’ 

স্প্যানিশ কোচ প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেও তার সহকারী কারা হবেন এটি নিশ্চিত হবে কয়েক দিন পর। পাশাপাশি ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি এখনো বহাল আছে বাফুফের। জেমি’র সর্বশেষ অবস্থা আগামী পরশু প্রেস কনফারেন্সে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ব্যাখ্যা করবেন বলে সালাউদ্দিন আজ জানিয়েছেন। 

একুশে সংবাদ/এসএস

Link copied!