AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে চায়-বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৪ পিএম, ২১ ডিসেম্বর, ২০২১
ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে চায়-বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতে হারিয়ে শিরোপা জিততে চায় স্বাগতিক বাংলাদেশ। এর আগে সেমিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়রা। আগামীকাল মঙ্গলবার ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ-ভারত।

এটি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুই দলের লিগ পর্বে খেলার ফল বাংলাদেশ ১ ও ভারত শুন্য। শিরোপার লড়াইয়ে দেশ দুটি আবার মুখোমুখি হচ্ছে কাল। এটা শেষ লড়াই। চ্যাম্পিয়ন হওয়ার শেষ প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশ ও ভারতের মেয়েদের এই লড়াইয়ে কে ফেবারিট?

লিগপর্বে মুখোমুখির ফল বলছে বাংলাদেশই ফেবারিট। তবে ম্যাচটি যেহেতু বাংলাদেশ ও ভারতের, তাই এখানে ফেবারিটরে তমকা কোনো দলের গায়ে লাগানো যাবে না। বয়সভিত্তিক ফুটবলে দুই দলের শক্তিই সমান সমান।

মারিয়া-আঁখিরা লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার জালে ১২ গোল দিয়ে ফাইনালে উঠেছে। ভারত ফাইনালে উঠেছে নেপালকে হারিয়ে। লিগপর্বে ১৯ গোল করে অক্ষত রেখেছে নিজেদের পোস্ট, ভারত ৯ গোল দিয়ে খেয়েছে একটি।

ভারতের জালে একটি বল পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের আগের চার ম্যাচ বিশ্লেষণ করলে বাংলাদেশকে একটু হলেও এগিয়ে রাখতে হচ্ছে ফুটবলবোদ্ধাদের। ২০১৮ সালে ভুটান থেকে এই টুর্নামেন্টের (তখন ছিল অনূর্ধ্ব-১৮) ট্রফি নিয়ে ঘরে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। 

ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল নেপালকে। শিরোপা ধরে রাখতে মারিয়া মান্ডারা নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়বেন বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে।

একুশে সংবাদ/এসএস/

Link copied!