AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম রাউন্ডে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪৭ এএম, ৪ অক্টোবর, ২০২১
প্রথম রাউন্ডে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল

বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল। টাইগার বাহিনী আজ সকাল সাড়ে ৬টা সময় ওমানে পৌঁছায়।

বিশ্বকাপ মিশনে যাবে টিম টাইগার্স। বিমানবন্দরে গণমাধ্যম থেকে শুরু করে সমর্থকদের ভীড়। তবে বিশ্বকাপ যাত্রা নিয়ে বিকেল থেকেই ছিল শঙ্কা। প্রাকৃতিক দুর্যোগের কবলে ওমান। সাইক্লোন শাহীনের জন্য মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত। তারপরও বিমানবন্দরে আসতে শুরু করেন ক্রিকেটাররা। তবে হঠাৎ খবর টাইগারদের ওমান যাওয়ার ফ্লাইট বাতিল। ক্রিকেটারদের অনেকেই ফিরে যান।


অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। কেটে যায় অনিশ্চয়তা। আবারো বিমানবন্দরমুখী টিম টাইগার্স। ছয় ক্রিকেটার যাচ্ছেন বিশ্বকাপ খেলতে প্রথমবারের মতো। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদেরও প্রথম বিশ্ব আসর। আছে রোমাঞ্চ, সঙ্গে ভালো করার তাগিদ।

রোববার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টায় ওমানের উদ্দেশে বিমানে উঠে মাহমুদউল্লাহ বাহিনী। ওমানে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে লাল-সবুজের জার্সিধারীদের। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে নাটক কম হয়নি। ঘূর্ণিঝড় 'শাহিন'- এর কারণে ওমানের মাসকাট বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় টিম টাইগার্সের বিশ্বকাপ যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের ক্রিকেট একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় মাহমুদউল্লাহ বাহিনী। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ফ্লাইট একদিন পিছিয়ে গেছে। এরপর ক্রিকেটাররা বিমানবন্দর ছাড়তেই নতুন করে জানানো হয়, নির্ধারিত সময়েই ছাড়বে বিমান। অনন্যোপায় হয়ে সবাই আবারও বিমানবন্দরের উদ্দেশে ফিরে আসেন। এত নাটকের পর শেষ পর্যন্ত বিমানে উঠেছেন টাইগাররা।

বিশ্বকাপ খেলতে দেশ ত্যাগের আগে টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ গণমাধ্যমকে বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।  গত সিরিজগুলো আমরা যেভাবে খেলেছি সেভাবে দল হিসেবে যদি খেলতে পারি তাহলে আশা করি ভালো কিছুই হবে। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব বাছাইপর্বে ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। এবার চেষ্টা থাকবে নতুন করে রেকর্ড গড়ার।

এক টানা চার দিনের অনুশীলনের পর ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে ডমিঙ্গোর শিষ্যরা। এরপর ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে একদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ১১ অক্টোবর পুনরায় শুরু হবে অনুশীলন।

সাকিব-মোস্তাফিজ বর্তমান সময় অবস্থান করছেন আরব আমিরাতে। বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১২ ক্রিকেটারসহ স্ট্যান্ডবাই দু'জন গেছেন ওমানে। সেখানে যোগ দেবেন কোচিং স্টাফের সদস্যরা। ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইনের পর কোভিড নেগেটিভ হওয়ার পর মাঠে নামবে বাংলাদেশ দল।

 

একুশে সংবাদ/স/আশিক

Link copied!