AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরুণদের মেলে ধরার সুযোগ ( বাশার)


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৯ পিএম, ২৭ জুলাই, ২০২১
তরুণদের মেলে ধরার সুযোগ ( বাশার)

জিম্বাবুয়ে সফর শেষ। তিনটি ট্রফি নিয়ে দেশে ফিরছেন টাইগাররা। দেশে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই আরেকটি টি-টুয়েন্টি সিরিজের। তাই জিম্বাবুয়ে থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন মাহমুদ উল্লাহ রিয়াদ বাহিনী। তবে ঘরের মাঠের সিরিজে থাকতে পারছেন না দুই অভিজ্ঞ পারফর্মার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এইটিই ভাবাচ্ছে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটিকে। দুই সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিকে ‘খারাপ খবর’ হিসেবে মানলেও তরুণদের জন্য চ্যালেঞ্জ দেখছেন তিনি। এটিই যে তরুণদের মেলে ধরার সুযোগ!

বাশার বলেন, ‘তামিম-মুশফিকের না থাকাটা তো আমাদের জন্য খারাপ খবর। ওরা থাকাটা একরকম, না থাকাটা আরেক রকম। তাদের না থাকা দলে অনেক বড় প্রভাব ফেলে, তাই অবশ্যই বড় দুঃসংবাদ। দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কিছু তো করার নেই আসলে, এরকম হতেই পারে। আপনাকে অনেক সময়ই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে হবে।’

বাশারের আহ্বান- দলের সেরা ক্রিকেটারকে ছাড়া মাঠে নামার বাস্তবতা মেনে নেওয়া চাই। তিনি বলেন, ‘সবসময় আপনি আপনার সেরা ক্রিকেটারদের নিয়ে মাঠে নামতে পারবেন না। এটাই নিয়ম।’ বাশার অজুহাত হিসেবে না দেখে বরং ভিন্ন দৃষ্টি থেকে দেখতে চান দুই ক্রিকেটারের অনুপস্থিতিকে। তিনি বলেন, ‘আপনি যদি এটাকে অন্যভাবে দেখেন, যারা তাদের জায়গায় খেলছে এটা তাদের জন্য বড় এক সুযোগ নিজেদের প্রমাণ করার। যারা ভবিষ্যতের সম্ভাবনা, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ। আমাদের কষ্ট হবে, চ্যালেঞ্জ অবশ্যই, তবে যেটা আমাদের হাতে নেই সেটাকে অজুহাত হিসেবে দেখাতে চাচ্ছি না। মেনে নিয়ে খেলতে হবে।’

বাশার আরও বলেন, ‘ওরা (লিটন-মুস্তাফিজ) এখানে আসার পর তো হাতে কিছু সময় থাকবে। ফিট হয়ে যাবে আশা রাখি। আমার মনে হয় না স্কোয়াড বড় করার প্রয়োজন আছে। ইতোমধ্যে ১৭ জন আছে দলে। খেলা যখন শুরু হবে তখন তো করোনা টেস্টে নেগেটিভ হয়েই মাঠে নামবে। এরপর আক্রান্ত হওয়ার সুযোগ কিন্তু কম।’
বাশারের মতে, অস্ট্রেলিয়া সিরিজে যে ক্রিকেটারদের খেলার সুযোগ আছে তাতেই সামলানো যাবে পাঁচ ম্যাচের সিরিজ। তিনি বলেন, ‘৭ দিনের মধ্যে ৫টি ম্যাচ। আমাদের স্কোয়াডে যেমন ৩ জন উইকেটকিপার, ৩ জন তো আর উইকেটকিপিং করবে না। যে কোনো একজনই করবে। তাই আমার মনে হয় না স্কোয়াড বড় করার দরকার আছে।’

 

একুশে সংবাদ/বর্না
 

Link copied!