AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৯ বছর পর ক্ষমা চাইলেন রোনাল্ডো!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১৪ পিএম, ১ এপ্রিল, ২০২১
১৯ বছর পর ক্ষমা চাইলেন রোনাল্ডো!

নিজের বিতর্কিত ও অদ্ভুত অর্ধবৃত্তাকার চুলের স্টাইলের জন্য দীর্ঘ ১৯ বছর পর ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডো।

স্পেনের এক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে রোনাল্ডো বলেন, 'জঘন্য হেয়ারস্টাইল ছিল। আমি সেই সব মায়েদের কাছে ক্ষমা চাইছি, যাঁদের ছেলেরা তখন আমাকে দেখে ওই রকম হেয়ারস্টাইল করেছিল।' ২০০২ বিশ্বকাপে রোনাল্ডোকে ওই হেয়ারস্টাইলে দেখার পর সত্যিই বিশ্বজুড়ে তাঁর অনেক ভক্ত ওই রকম হেয়ারস্টাইল করেছিল।

সেই সাক্ষাৎকারে তাঁর রোনাল্ডো নাম কী করে হল? রোনাল্ডো শুনিয়েছেন সেই গল্পও।

তিনি বলেন, 'আমার বাবা-মার সে রকম অর্থ ছিল না। তাই আমার ডেলিভারি বিনামূল্যে করেছিলেন ডাক্তার। সেই ডাক্তারের নামেই আমার নাম রাখা হয় রোনাল্ডো। অর্থসঙ্কট থাকলেও বাবা সমুদ্রের ধার থেকে তিন কেজি চিংড়ি জোগাড় করে দিয়ে এসেছিলেন ডাক্তারকে।'

এখনও রোনাল্ডোর কাছে সবচেয়ে বেশি গর্বের বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের সার্টিফিকেট। রোনাল্ডোর কথায়, 'আমাকে উনি বলেছিলেন, তুমি ফুটবলের মাইকেল জর্ডান। আমার মনে হয় এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সার্টিফিকেট।'

তাঁর ক্যারিয়ারে সেরা গোল কোনটি? রোনাল্ডোর জবাব, 'আমি আমার সব গোল ভালোবাসি। ওরা আমার সন্তানের মতো।' এ সব বলার পরেও রোনাল্দো বেছে নিয়েছেন দুটি গোল। তাঁর কথায়, 'আমি সব সময়ই ২০০২ বিশ্বকাপ ফাইনালের দুটো গোলকে সেরা বলি। হয়তো গোল দুটো সুদৃশ্য নয়, কিন্তু গুরুত্বপূর্ণ।' জুড়ে দিয়েছেন, 'তার দু'বছর আগে কেউ বিশ্বাস করতে পারেনি আমি আবার ফুটবল খেলব। কিন্তু আমি ওই বিশ্বকাপে টপ স্কোরার হয়েছিলাম, বিশ্বকাপও জিতেছিলাম। ওই দুটো গোল আমার দু'বছর ধরে কঠোর পরিশ্রমের ফল।'


একুশে সংবাদ/এ/আ

Link copied!