AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১৮ পিএম, ২৭ মার্চ, ২০২১
কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

(২৭মার্চ) শনিবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে কীর্তনখোলা নদীর ৩ কিলোমিটার জুড়ে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় নগরীর ত্রিশ গোডাউনস্থ স্মৃতি সৌধ এলাকা থেকে লঞ্চঘাট পর্যন্ত ১০টি দলের অংশগ্রহণে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে বিসিসির সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লার দল প্রথম স্থান অর্জন করে। রানারআপ হয় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেনের দল। তৃতীয় স্থান অধিকার করে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নার দল।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, মেয়র পত্নী লিপি আবদুল্লাহ।

অতিথিবৃন্দ বিজয়ী তিন দলকে ট্রফিসহ তিন লাখ ও অংশগ্রহণকারী ৭টি দলের মাঝে ৫০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হয়।

নদীতে নৌ পুলিশ ও স্থানীয় থানা পুলিশ সহ আয়োজকদের পক্ষ থেকে শৃংখলা রাখতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন উৎসুক জনতার ট্রলারের ভিড়ে প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকা বাইচ প্রতিযোগীদের বিঘ্ন ঘটে। এসময় অংশ নেওয়া ৫টি বাইচ নৌকা ডুবে যায়। বাইচ নৌকা ডুবে যাওয়ার সাথে সাথে দ্রুত নৌ-পুলিশ এসে মাঝিমাল্লাদের উদ্ধার করে।

এদিকে দীর্ঘদিন পর পুনরায় বিসিসি মেয়র কর্তৃক নৌকা বাইচের আয়োজন করায় কীর্তনখোলা নদীর তীরে শত শত পুরুষ-মহিলা ও শিশু সহ বিভিন্ন বয়সের মানুস ভীড় জমায়। 

একুশে সংবাদ/ম/আ

Link copied!