AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একা তানভিরের কাছেই হারলো আইরিশরা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
একা তানভিরের কাছেই হারলো আইরিশরা

শুক্রবার চট্টগ্রামে শুরু হওয়া আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ হয় ২৪ বছর বয়সী তানভিরের। প্রথম ইনিংসে ২৩ ওভারে ৫৫ রান খরচ করে তুলে নেন পাঁচটি উইকেট। এতে ৬৭ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় সফরকারী।

আইরিশ বোলারদের শাসন করে স্বাগতিক ব্যাটসম্যানরা ৯০.৪ ওভারে ৩১৩ রান সংগ্রহ করে। ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৯ রানের গুটিয়ে যায় উলভস। এতে একদিন হাতে রেখেই ২৩ রান ও ইনিংস ব্যবধানে ম্যাচে জয় করে মাঠ ছাড়ে সাইফ হাসান নেতৃত্বাধীন দলটি। ২৮.৩ ওভার বল করে ৫১ রান খরচ করে ৮ উইকেট তুলে নেন তানভির। একটি করে উইকেট তুলেছেন এবাদত হোসেন ও অধিনায়ক সাইফ।

উল্লেখ্য, ২০১৯ সালে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে স্বর্ণ এনে দেয়ার নায়ক ছিলেন তানভির ইসলাম। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চলমান চার দিনের টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে অংশ নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসে আট উইকেট শিকার করেছেন বাম-হাতি এই স্পিনার।

দুই বছর আগে নেপালে এসএ গেমসে চার ম্যাচে অংশ নিয়ে নয় উইকেট তুলেছিলেন তানভির। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ নিয়ে ফিরেছিল বাংলাদেশ দল।

২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হওয়া এই স্পিনার ১১টি প্রথম শ্রেণী, ৪৭টি লিস্ট ‘এ’ ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড উলভস(১ম ইনিংস): ১৫১/১০ (ওভার ৬৭) (ক্যাম্ফার ৩৯, টাকার ২০, ম্যাককলাম ১৯, তানভির ৫/৫৩, সাইফ ২/১৭)
বাংলাদেশ এইচপি(১ম ইনিংস): ৩১৩/১০ (ওভার ৯০.৪) (রাব্বি ৯২, তানজিদ ৪১, সাইফ ৪৯, জয় ৪২, অ্যাডাইর ৩/২২, হিউম ৩/৫৬)
আয়ারল্যান্ড উলভস(২য় ইনিংস): ১৩৯/১০ (ওভার ২০) (টেক্টর ৫৫, ক্যাম্ফার ২২, দোহানি ২০, তানভির ৮/৫১)

ফলাফল: বাংলাদেশ এইচপি ২৩ রান ও ইনিংস ব্যবধানে জয়ী

একুশে সংবাদ/আ/আ

Link copied!