AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডে কিভাবে কাটছে টাইগারদের সময়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৫৪ এএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
নিউজিল্যান্ডে কিভাবে কাটছে টাইগারদের সময়

প্রায় দেড় মাসের সফরে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। সেখানে তারা তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যদিও এটি ছিলো মাত্র ১৫ দিনের সফর কিন্তু করোনার কারণে প্রায় দেড় মাস নিউজিল্যান্ডে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। বুধবার সকালে নিউজিল্যান্ড পৌঁছালেও ৪৮ ঘণ্টা হোটেল রুমে বন্দি থাকতে হয়েছে টাইগারদের। 

শুক্রবার তাঁরা হোটেল থেকে বের হওয়ার অনুমতি পেলেও বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হয়েছে তাদের। ৩০-৪০ মিনিট হাঁটার পর আবারও তারা হোটেলে ফিরে গেছেন। যদিও ১৪ দিন পর স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ পাবেন তাঁরা। 

বিদেশের মাটিতে এবারই প্রথম এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, তারা সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পরই তাদের হাঁটার অনুমতি দেয়া হয়েছিল। আরও দুইবার পরীক্ষার পর তাদের অনুশীলনের সুযোগ দেয়া হবে।

এ প্রসঙ্গে তাসকিন বলেছেন, 'আসলে এ রকম আইসোলেশন একটি আলাদা অভিজ্ঞতা। আর আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটান সুযোগ পেয়েছি, এখন আবার রুমে চলে এসেছি।'

তিনি আরও বলেন, 'ভালো লাগছে যে টানা দুই দিন একদম বন্দি রুমে। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। এর পর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারবো। তো সব মিলিয়ে আলাদা অনুভূতি। চাইবো যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক ততোই ভালো।'

কীভাবে সময় কাটছে সেই বিষয়েও খোলাসা করেছেন তাসকিন। তিনি বলেছেন, 'সময় কাটছে আসলে পরিবারের সঙ্গে কথা বলে (ফোনে), সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস আর সাইকেলিংয়ের জন্য দেওয়া হয়েছে। কিছু কর্মসূচি দেওয়া হয়েছে যে, রুমে যে সব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সবমিলিয়ে এভাবেই সময় কেটে যাচ্ছে। কিছু শরীর চর্চা, সিনেমা, পরিবারকে সময় এভাবেই।'

একুশে সংবাদ/ক/আ

Link copied!