AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধন করলেন  হাবিবুল বাশার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৩ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২১
ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধন করলেন  হাবিবুল বাশার

ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধনকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন নিচে তা হুবহু তুলে ধরা হলো-

‘আপনারা যদি আমাদের দলটা দেখেন, সেখানে ৫ জন ফাস্ট বোলার আছে, তেমনি সমান সংখ্যক স্পিনারও আছে। কন্ডিশন অনুযায়ী আসলে
একাদশটা গঠন করা হবে। ম্যাচের আগে মোটামুটি বুঝা যায় কন্ডিশন কেমন হবে। তার পরপেক্ষিতে একাদশ সাজানো হয়। এখানে অপশন রাখা হয়েছে। ফাস্ট বোলার কন্ডিশন থাকলে ফাস্ট বোলার ব্যাবহার করা হবে। আমার কাছে মনে হয় আমাদের ফাস্ট বোলাররা যে কোন কন্ডিশনে ভালো করার সামর্থ আছে আমি তো তাদের দেখেছি। তেমনি  আমাদের স্পিনারদের শক্তি মত্তা থেকেই গেছে। তাই যে স্কোয়াড দেওয়া হয়েছে
দুই দিকের কথা চিন্তা করেই দেওয়া হয়েছে। টিম মেনেজমেন্ট মূলত কন্ডিশন আর উইকেট বিবেচনা করেই স্কোয়াড দিয়েছে’, আজ ০১ ফেব্রুয়ারি শ্যামলীতে জাতীয় দলের সাবেক শাটলার রাসেল কবির সুমনের ‘ফয়সাল ব্যাডমিন্টন একাডেমি’ উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট,
জাভেদ ওমর বেলিম গোল্লা ও সানোয়ার হোসেন। ৪৪/২০ ফুট কোর্টের একাডেমিতে প্রথম দিনেই ১০ জন শাটলার প্রশিক্ষণে অংশ নেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাবাই এখন কিছু না কিছু করতে চায়। আমাদের বাচ্চারা এখন কোন না কোন খেলাধুলায় থাকতে চায়। এবং ব্যাডমিন্টন এমন একটা খেলা আমরা সবাই খেলি। আমরা জানি এটা শীতের খেলা তবে সারাবছর প্রচুর মানুষ ব্যাডমিন্টন খেলে । কিন্তু একটা অসুবিধা হয় অনেকের সুযোগ থাকে না খেলার। এই একডেমির মাধ্যমে শুধু ব্যাডমিন্টন খেলা শিখতেই পারবে না বরং খেলার সুযোগ পাবে। ব্যাডমিন্টন খুবই বুদ্বিমানে খেলা সুযোগের অভাবে আমারা আমাদের প্রতিভাটা দেখাতে পারি না। সুযোগ পেলে আমাদের বিশ্বমানের খেলোয়ার বের হয়ে যেতে পারে। এখানে যেটা দেখলাম নিয়ম অনুযায়ীই ব্যাডমিন্টন খেলাটা শেখানো হবে। আমি বিশ্বাস করি এখান থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হয়তো ভয়ে আনবে।’

ক্রিকেট দলের হাবিবুল বাশার সুমন আরও বলেন, ‘টেস্টে ব্যাটিং অর্ডার কিভাবে সাজানো হবে তা বলা খুব মুশকিল। কারণ এটা সম্পূর্ন টিম-মেনেজমেন্টের উপর নির্ভর করে। কিন্তু সাকিব একাদশে থাকা মানে আমাদের বারতি একটা সুবিধা। আমারা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি অথবা একজন ব্যাটসম্যান বেশী নিয়ে খেলতে পারি। একটা আলো জিনিস দেখেন আমাদের কিন্তু সুস্থ প্রতিযোগিতা বেড়েছে। আমারা জানি সোহান আমাদের সেরা উইকেট কিপার এবং ব্যাটিংটাও খারাপ করে না। কিন্তু আমরা সবাইকে প্রস্তুত রাখি। আমারা আশা কর ফিউচারে আরো অনেক বেশী ম্যাচ খেলতে পারবো ন্যাশনাল টিমের বাহিরে। ওরা নিজেরে আরো বেশো প্রস্তুত রাখতে পারবে। এখন আমাদের একটা সুবিধা হচ্ছে  কেউ যদি ইনজুরিতে পরে আমাদের কাছে একাদিক অপশন আছে। আল্লাহ না করুক আমাদের যে মূল একাদশ থেকে কেউ অসুস্থ হয়ে যায় তখন এমন কাউকে রিপ্লেস করতে পারি যে কি না তার কাছাকাছি। আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচটা ভালো প্রতিযোগিতা মূলক হবে। আমি তিন দিনের প্রস্তুতি ম্যাচটা দেখেছি  সেখানে মনে হয়েছে ওদের বোলিং এট্যাক্টা বেশ ভালো এবং ব্যাটিংটাও খারাপ না। আমাড় মনে হয় টেস্ট ক্রিকেটটা ভালো
প্রতিদ্বন্দ্বিতা হবে।’

নিবেদক,
রাসেল কবির সুমন,
জাতীয় দলের সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়।


একুশে সংবাদ/এ/আ

Link copied!