AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদির ৬২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫৩ পিএম, ২৩ জানুয়ারি, ২০২১
সৌদির ৬২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

সৌদি আরবের পর্যটনের প্রচারনায় মডেল হতে রাজি হলেন না পর্তুগাল তথা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদিতে মানবাধিকার একেবারেই তলানিতে বলে ৬২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো। বার্সেলোনার তারকা লিওনেল মেসিকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। 

চলতি সপ্তাহের শুরুতেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। অপরদিকে মেসিও ষষ্ঠবারের জন্য বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন। তাদের মুখ ব্যবহার করেই সৌদিতে পর্যটন শিল্পকে চাঙ্গা করার পরিকল্পনা করেছিল সেই দেশের সরকার।  ‘ভিজিট সৌদি’ নাম দিয়ে ইতিমধ্যেই একটি প্রচার শুরু করেছে সৌদি সরকার। তাদের মূল লক্ষ্যই হচ্ছে, বিদেশী পর্যটকদের দেশে নিয়ে আসা ও দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। মানবাধিকারের অভাব রয়েছে বলে সৌদি আরবের দীর্ঘদিনের বদনাম। সেই বদনাম ঘোচানোর জন্যই রোনালদো, মেসির মতো তারকাদের তারা ব্যবহার করতে চাইছিল মত ওয়াকিবহাল মহলের। 

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরতে চায় সৌদি। কিন্তু রোনালদো প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেল। তবে মেসি কি জবাব দেন সেই দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে সৌদি সরকার।


একুশে সংবাদ/জ/আ

Link copied!