AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় ক্যারিবীয় স্পিনার করোনায় আক্রান্ত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৫৭ এএম, ১৫ জানুয়ারি, ২০২১
ঢাকায় ক্যারিবীয় স্পিনার করোনায় আক্রান্ত

বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত হোটেল রুমেই সেল্ফ আইসোলেশনে থাকতে হবে ওয়ালশকে। পিসিআর টেস্টে দুইবার নেগেটিভ ফল না আসা পর্যন্ত দলে ফিরতে পারবেন না তিনি। স্বাভাবিকভাবে ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজ থেকে বাদ পড়েছেন এই স্পিনার।


ওয়ালশের শরীরে কোনও ধরনের উপসর্গ দেখা যায়নি। বাংলাদেশে আসার পর প্রথম পরীক্ষায় তার নেগেটিভ এসেছিল। তবে গত বুধবার ঢাকায় করা পিসিআর টেস্টে পজিটিভ আসে। তা ফের যাচাই করলেও একই ফল আসে বৃহস্পতিবার।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের হয়ে ১০ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা ওয়ালশ এই সফরের সিনিয়র স্পিনার ছিলেন। নবাগত আকিল হাসানের সঙ্গে ওয়ানডে সিরিজে স্পিন বোলিংয়ে জুটি বাঁধার কথা ছিল তার। 

ঢাকায় র্পৌঁছার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে আইসোলেশনে থাকায় ওয়ালশের সংস্পর্শে কেউ যাননি।


বাংলাদেশ সফরের আগে ও পরে মিলে ১১ দিনে চারবার করোনা পরীক্ষা করিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। দলের অন্যদের প্রত্যেকের পরীক্ষার ফল দুইবারই নেগেটিভ এসেছে। তাই সূচি অনুযায়ী তিন ওয়ানডে ও দুটি টেস্ট হবে। শুক্রবার থেকে উইন্ডিজের আলাদা দুটি দল অনুশীলন শুরু করবে। ১৮ জানুয়ারি বিকেএসপিতে যাবে ওয়ানডে দল, খেলবে প্রস্তুতি ম্যাচ।


একুশে সংবাদ/জা/আ

Link copied!