AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ভারত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৩ এএম, ১৫ জানুয়ারি, ২০২১
চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ভারত

আজ অঘোষিত ফাইনাল কিন্তু বাধ্য হয়ে দলে চারটি পরিবর্তন করে ব্রিসবেনে টেস্টে নামতে হল ভারতকে ৷ ক্রিকেটে পাঁচ দিনের এই ফরমেটে অভিষেক হল পেসার টি নটরাজন এবং স্পিনার ওয়াশিংটন সুন্দরের৷

ভারতের চোট জর্জর টিমে ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাও৷ ফলে কার্যত অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়েই গাব্বায় নামলেন অজিঙ্ক রাহানেরা ৷ ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন ছাড়াও দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল এবং পেসার শার্দুল ঠাকুর ৷ আর এক পেসার হিসেবে দলে থাকছেন অস্ট্রেলিয়া সিরিজেই অভিষেক ঘটানো মুহাম্মাদ সিরাজ৷

চোটের কারণে বাদ পড়েন হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিনও ৷আর সিডনি টেস্ট চলাকালীনই আঙুল ভেঙে যাওয়ায় ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে যান দুরন্ত ছন্দে থাকা রবীন্দ্র জাদেজাও৷ চোট পাওয়া অভিজ্ঞ পেসার বুমরাকে ব্রিসবেনে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল ৷ তাঁকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রথম এগারো ঘোষণা করাও পিছিয়ে দেয় ভারত৷ বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার জাদেজার জায়গায় ব্রিসবেনে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে৷ কারণ তাঁর ব্যাটের হাতটাও ভাল৷ কিন্তু অনভিজ্ঞ পেসাররা কেমন ওয়ার্নার-স্মিথদের উপরে কতটা চাপ তৈরি করতে পারেন, সেটাই এখন দেখার৷

ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া ৷ লাঞ্চ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৫ তোলে তারা ৷ লাঞ্চের পর স্মিথকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর ৷ একটি করে উইকেট পেয়েছেন মুহাম্মাদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও৷

একুশে সংবাদ/ন/আ

Link copied!