হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।চিকিৎসক, নার্স-সব স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ।
আজ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বললেন, আমাকে এত যত্ন করার জন্য ধন্যবাদ। জীবন ফিরে পেলাম।এ সময় তিনি চিকিৎসক, নার্স-সব স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘হাসপাতালের সব চিকিৎসকরা আমাকে অত্যন্ত ভালো পরিষেবা দিয়েছেন। এখন আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। আশা করি শীঘ্রই আমি কাজে ফিরতে পারব।
আগামী দু’ সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সৌরভ। দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বুধবার কলকাতায় এসে তাঁকে দেখে গিয়েছিলেন।
দেবী শেঠি জানান, সৌরভ সম্পূর্ণ সুস্থ। চাইলে তাড়াতাড়ি ক্রিকেট মাঠেও ফিরতে পারবেন তিনি।
একুশে সংবাদ/ ক.ত/এস
আপনার মতামত লিখুন :