AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে পিএসজি 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৩১ এএম, ২৯ নভেম্বর, ২০২০
নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে পিএসজি 

পিএসজি নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-২ গোলে ড্র হয়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় আনে নেইমার। মোইজে কিন পিএসজিকে এগিয়ে নেওয়ার পর বোর্দোর পয়েন্ট নিশ্চিত করেন ইয়াসিন আদলি।

শুরুতে পিএসজি দুই মিনিটে দুই গোল করে এগিয়ে গিয়েছিল। তাতে জয়ের আশা জেগেছিল তাদের। কিন্তু শেষ রক্ষা হয়নি, বোর্দোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে টমাস টুখেলের দল।

তবে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বোর্দো।

লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে পিএসজি। টানা আট জয়ের পর গত সপ্তাহে মোনাকোর মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।

খেলা শুরুর দশ মিনিটে তিমোথি পেম্বেলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পিএসজি। প্রতিপক্ষের কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান তরুণ এই ফরাসি ডিফেন্ডার।

তবে ম্যাচের ২৭তম মিনিটে সমতায় ফেরান নেইমার। ডি-বক্সে তিনি নিজে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। লিগ ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ৫০তম গোল। 

পরের মিনিটেই নেইমারের জোরালো শট গোলরক্ষক ফেরানোর পর পেয়ে যান কিন, ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফরাসি ফরোয়ার্ড এমবাপে বল জালে পাঠালেও অফ সাইডের কারণে গোল মেলেনি। তবে ৬০তম মিনিটে সমতা ফেরে সফরকারীরা। ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন দুই মিনিট আগেই বদলি নামা ইয়াসিন।

এর পর দুই দলই শেষ ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল একাধিকবার, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই। 

একুশে সংবাদ /য/এস

Link copied!