আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা গোটা বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
গতকাল বুধবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।নিজ বাড়িতে বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় ম্যারাডোনার।
এ সময় তীব্র যন্ত্রনার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি।’ এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা। এরপর হাসাপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই কিংবদন্তি ।
একুশে সংবাদ /স/এস
আপনার মতামত লিখুন :