AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুঃসময়ে একজন মানবিক পুলিশ অফিসার সঞ্জয় চক্রবর্তী 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৪৬ পিএম, ২২ এপ্রিল, ২০২১
দুঃসময়ে একজন মানবিক পুলিশ অফিসার সঞ্জয় চক্রবর্তী 

সাম্প্রতিক সময়ে আলোচনা সমালোচনায় পুলিশের নেতিবাচক দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। 

পুলিশ যে জনগণের বন্ধু, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি পুলিশ সদস্যরা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা জনগণ ভুলে যান। বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ও অর্জন দিন দিন বেড়েই চলেছে। পুলিশ বাহিনীতে রয়েছে জনগণের কল্যাণে দিনরাত কাজ করা হাজারো মানবিক পুলিশ অফিসার।

 

অদৃশ্য করোনার আঘাতে পৃথিবী এখন অচেনা। পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীটাই যেন লন্ডভন্ড। ছোঁয়াচে এক অদৃশ্য জীবাণুর কারণে সবাই ভয়ে তটস্থ। আপন মানুষগুলো যেন পর হয়ে গেছে। করোনার সংক্রমণ রোধে জনসাধারণকে সুরক্ষা দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। মৃত্যুভয় কে পরোয়া না করে ইতিমধ্যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মানুষকে ঘরে রেখে, সুস্থ রাখতে নিজে প্রতিনিয়ত মৃত্যুভয় উপেক্ষা করে সম্মুখ থেকে করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছেন এ পুলিশ অফিসার।

 

এছাড়া থানার সকল পুলিশ সদস্যরা যাতে সুরক্ষার সাথে কাজ করতে পারেন সেজন্য তিনি সদস্যদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ সহ থানায় আগত জনসাধারণের সুরক্ষার জন্য থানা ভবনে স্থাপন করেছেন জীবাণুমুক্ত করার স্প্রে মেশিন। একজন নেতা যেমন কর্মীদের ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়ে নেতৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যান, তেমনি ভাবে তিনি জুনিয়র অফিসারদের কনফিডেন্স লেভেল তৈরি করে কাজ করিয়ে নেন। 

 

উপজেলার অসহায় মানুষকে ভালো রাখতে কাজ করার পাশাপাশি তিনি গেল শীতে উপজেলার ছিন্নমূল, বয়স্ক, কর্মজীবী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে রাতের আঁধারে করেছেন কম্বল বিতরণ। উপজেলায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। উপজেলা কে মাদক, ইভটিজিং ও গ্যাং কালচার মুক্ত এবং চুরি-ডাকাতি ঠেকাতে নিয়মিত করে যাচ্ছেন সচেতনতামূলক কার্যক্রম।

 

থানায় আসা একব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, 'সম্প্রতি আমার বাড়ির একটা সমস্যা নিয়ে থানায় অভিযোগ করেছিলাম। সমস্যা সমাধানে স্যারের আন্তরিকতার কোন অংশে কমতি ছিল না। আমার দেখা পুলিশ অফিসারের মধ্যে সেরা এই স্যার। যদি বলি একজন মানবিক অফিসার, যদি বলি একজন নিষ্ঠাবান অফিসার, যদি বলি একজন অসাধারণ ভালো মানুষ, সব বিশেষণ স্যারের সঙ্গে মিশে আছে।'  

 

তিনি এ থানায় যোগদানের পর ৮ আগস্ট ২০২০ ইং থেকে ২১ এপ্রিল ২০২১ ইং পর্যন্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায়  আসামীদের গ্রেফতার করেন। মামলায় পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। 

 

বিভিন্ন সময়ে অভিযানে আসামি গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় ৬৮৬ পিস ইয়াবা, ৪২৭ লিটার চোলাই মদ, ২ কেজি  ৫২৫ গ্রাম  গাঁজা উদ্ধার করা হয়। বিগত ৯ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত  ৭ জন, জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ৫৯ জন, সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত  ৪০ জন ও নিয়মিত মামলায় ৬৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।

 

পুলিশের রুটিন ওয়ার্ক এর বাহিরেও ওসি সঞ্জয় চক্রবর্তী দিনরাত উপজেলার সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একজন সৎ, নির্লোভ, সহজ-সরল ও মানবিক ডায়নামিক অফিসার হিসাবে উপজেলাবাসীর হৃদয়ে ইতিমধ্যে স্থান করে নিয়েছেন তিনি।

 

ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, 'বাংলাদেশের সকল পুলিশ বর্তমানে মানবিক পুলিশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনার করাল গ্রাস থেকে জনগণকে সুরক্ষিত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।' 

 

Link copied!