AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানীয়তে করোনার লালারস মিশিয়ে বসকে খুনের চেষ্টা!  


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৪৯ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২১
পানীয়তে করোনার লালারস মিশিয়ে বসকে খুনের চেষ্টা!  

কত অভিনব ধরনের খুনের আইডিয়া যে হতে পারে তা থ্রিলার অনুরাগীদের ভালই জানা আছে। কিন্তু করোনা রোগীর লালারস পানীয়তে মিশিয়ে খুন! কল্পনাপ্রবণ লেখকরাও বোধহয় এমনটা ভাবতে পারতেন না। ছুরি-বন্দুক নয়, নিজের বসকে এভাবেই মেরে ফেলতে চেয়েছিল তুরস্কের এক যুবক। 

এমন অভিনব ফন্দির কথা আগেভাগে জানতে পারায় তার বস অবশ্য চুমুক দেননি পানীয়র গ্লাসে। অভিযুক্তের বিরুদ্ধে খুন ও হুমকির মামলা করা হয়েছে।

কিন্তু কেন বসকে মেরে ফেলার ফন্দি এঁটেছিল ওই যুবক? পেশায় গাড়ি ব্যবসায়ী দক্ষিণ-পূর্ব তুরস্কের ইব্রাহিম উনভের্দি জানিয়েছেন, তার ওই অধস্তন কর্মী ছিল রীতিমতো বিশ্বস্ত। সেই জন্য সম্প্রতি একটি গাড়ি বিক্রির ২২ লক্ষ টাকা তিনি তার হাতে দিয়ে অফিসে পৌঁছে দিতে বলেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। 

সেদিন বারে বারে ফোন করেও মেলেনি সাড়া। তবে পরের দিন অবশ্য ফোনে উত্তর মিলেছিল। দেনার দায়ে ডুবে যাওয়ায় ওই টাকাগুলো দিয়ে ঋণমুক্ত হওয়ার লোভ সে সামলাতে পারেনি বলে ইব্রাহিমকে সটান জানিয়ে দেয় সে।

তবে কেবল টাকা নিয়ে পালানোই নয়, তার আগে বসকে মেরে ফেলতে তার পানীয়তে মিশিয়েও দেয় করোনা রোগীর লালারস! রীতিমতো হাজার পাঁচেক টাকা খরচ করে ওই লালারস কিনেছিল সে। কিন্তু অন্য এক সহকর্মী তা দেখে ফেলেন। তিনিই সাবধান করে দেন ইব্রাহিমকে। সেকথা বসের কাছে স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত। হুমকি দিয়ে বলেছে, ভাইরাস দিয়ে তো হল না। পরের বার গুলি করে বসের খুলিই উড়িয়ে দেবে সে।

বিশ্বস্ত কর্মীর এই বদলে যাওয়া মানতে পারছেন না ইব্রাহিম। পাশাপাশি পানীয়তে চুমুক দিলে কী হতে পারত, তা ভেবেও শিউরে উঠছেন তিনি। তার কথায়, ”এই প্রথম খুনের এমন ভয়ানক পদ্ধতির কথা জানলাম। ইশ্বরকে ধন্যবাদ আমি অসুস্থ হয়ে পড়িনি। কেবল আমিই নই, বাড়িতে আমার অসুস্থ বাবা-মা রয়েছেন। আমার থেকে তাদের করোনা আক্রান্ত হয়ে পড়লে আর বাঁচানো যেত না। ”

একুশেসংবাদ/ অমৃ

Link copied!