AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুলে ২ বার সাহু সিজদা দিলে যা করবেন


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৩৮ এএম, ১৭ নভেম্বর, ২০২৩
ভুলে ২ বার সাহু সিজদা দিলে যা করবেন

সিজদাতুস সাহু বা সিজদায়ে সাহু। সাহু সিজদা অর্থ ভুলের সিজদা। নামাজে ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দিলে— সিজদায়ে সাহু দিতে হয়। শুধু দিতে হয় না— তখন সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব। মূলত ওয়াজিব ছুটে যাওয়াটাই সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ।

আবদুল্লাহ্ ইবনু বুহায়নাহ্ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দু্ই রাকাত আদায় করে— না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তার সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুইটি সিজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ৮২৯; মুসলিম, ৫/১৯, হাদিস : ৫৭০; আহমাদ, হাদিস : ২২৯৮১)

অন্য বর্ণনায় আবদুল্লাহ্ ইবনু বুহায়নাহ্ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) জোহরের দু্ই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দু্ই রাকাতের পর তিনি বসলেন না। সালাত শেষ হয়ে গেলে তিনি দুইটি সিজদা করলেন এবং অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ১১৫২; ইসলামিক ফাউন্ডেশন)

সাহু সিজদার সঠিক পদ্ধতি হচ্ছে— সাহু সিজদা যার ওপর ওয়াজিব হয়েছে, সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (মুসনাদে আহমদ, হাদিস : ১৮১৮৮; বুখারি, হাদিস : ১১৫০-১১৫৩; তিরমিজি, হাদিস : ৩৬১)

কোনো ব্যক্তি যদি ভুলে দুইবার সাহু সিজদা দিয়ে ফেলে। যেমন কেউ নামাজে কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সাহু সিজদা দিয়েছি। কিন্তু মনে পরক্ষণে তার মনে হলো যে, সাহু সিজদা দিইনি, এটা ভেবে সে আবার সাহু সিজদা দিয়ে ফেললো। এরপর নামাজের মধ্যেই স্মরণ হলো যে, সেই ভুলে দুইবার সাহু সিজদা দিয়ে ফেলেছে। তাহলে এমন ভুলের কারণে নামাজে কোনো সমস্যা হবে না, তার নামাজ হয়ে যাবে। এই ভুলের কারণে নতুন করে আর নামাজ পড়তে হবে না। (আল বাহরুর রায়েক : ২/১০০, হিন্দিয়া : ১/১৩০, আজিজুল ফাতাওয়া : ২৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১৮৮) 
একুশে সংবাদ/এস কে

Link copied!