AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার আরাফার খুতবা বাংলাসহ প্রচার হবে ১৪ ভাষায়


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০১:১২ পিএম, ৩ জুলাই, ২০২২
এবার আরাফার খুতবা বাংলাসহ প্রচার হবে ১৪ ভাষায়

 

মুসলিম উম্মাহর পবিত্র হজ পালনের অন্যতম অনুষঙ্গ আরাফার খুতবা। মুসলমানদের কাছে এই খুতবার মহত্ত্ব অনেক। বরাবরের মতো এবারও এর লাইভ অনুবাদ প্রচার করা হবে।

 

মূলত খুতবাটি আরবিতে পড়া হয়। তবে অন্যান্য ভাষাভাষীদের সুবিধার্থে এবার ১৪টি ভাষায় অনুবাদ করে এটি প্রচার করা হবে। এতে করে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ এই খুতবা বুঝতে পারবে।

 

অনুবাদকৃত ভাষাগুলো হলোঃ বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি, ফরাসি, চীনা, মালয়, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, সোয়াহিলি ও তামিল।

 

মসজিদুল হারামের মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইসির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

 

গত বছর বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এবার পঞ্চম বছরের মতো এটি সম্প্রচারিত হচ্ছে।

 

চলতি বছরের পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এদিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন।

 

আরাফাতে অবস্থান করা হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এসময় এখানে খুতবা পড়া হয় এবং যোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

Link copied!