AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যারা করোনার টিকা নেবেন, তারাই হজ করতে পারবেন: সৌদি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:১৯ পিএম, ৩ মার্চ, ২০২১
যারা করোনার টিকা নেবেন, তারাই হজ করতে পারবেন: সৌদি

এবার পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যারা করোনার টিকা নেবেন, এবার শুধু তারাই পবিত্র হজ পালন করতে পারবেন।

২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। মহামারীর কারণে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও গতবছর সীমিত আকারে পালিত হয়।

অন্যবছর যেখানে ২০ লাখের বেশি মানুষ হজ করতে মক্কায় সমবেত হয়, সেখানে গত বছর সব মিলিয়ে হজ করতে পেরেছেন হাজার খানেক মানুষ।

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।

সৌদি সরকারের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আড়াই হাজার। তাদের মধ্যে ৫০০ জনের অবস্থা গুরুতর।

একুশেসংবাদ/অমৃ

Link copied!