AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কনিয়া গেমস ভিলেজে শোক দিবস পালন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৬ পিএম, ১৬ আগস্ট, ২০২২
কনিয়া গেমস ভিলেজে শোক দিবস পালন

ছবি সংগৃহীত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিশেষভাবে পালিত হয়েছে। দেশের বাইরে তুরস্কের কনিয়াতেও দিনটি পালন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

সোমবার (১৫ আগস্ট) কনিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় সেলচুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেমস ভিলেজে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন শোক দিবস পালন করে। গেমসের শেফ দ্য মিশন জনাব সিরাজ উদ্দিন মোঃ আলমগীরের সঞ্চালনায় তুরস্কের কনিয়ার এ্যাথলেটিক্স ভিলেজে ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে কাটানো আবেগঘন বিভিন্ন স্মৃতির উল্লেখ করেন। এসময় সেখানে এক শোকাবহ তৈরি হয়।

দোয়া মাহফিলে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বিওএ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার। গেমস ভিলেজে বাংলাদেশ দলের অবস্থানরত বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচরাও এতে অংশ নেন।

 

 

একুশে সংবাদ/এস.আই

Link copied!