AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুনমিংয়ে বাংলা নববর্ষ উদযাপিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫৬ পিএম, ১৬ এপ্রিল, ২০২১
কুনমিংয়ে বাংলা নববর্ষ উদযাপিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ (বুধবার) বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।

এদিন কনসাল জেনারেল জনাব এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে আগত বাংলাদেশীদের সাথে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনসাল জেনারেল বাঙালি জাতির নববর্ষ পালনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে, কুনমিংয়ে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের সংস্কৃতির ও ঐতিহ্যের সাথে মিল রেখে অতিথিদের জন্য ইফতার এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং, চীন। (মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি)

Link copied!