AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এসএলএস বাজেট কাটের বিরুদ্ধে প্রতিবাদ সভা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৩৫ পিএম, ৯ ডিসেম্বর, ২০২০
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এসএলএস বাজেট কাটের বিরুদ্ধে প্রতিবাদ সভা

বুধবার ৯ ডিসেম্বর ২০২০ সকালে মাইল এ্যান্ড স্টেশনের পাশে বার্ডেড রোড়ের কর্নারে, ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের উদ্দ্যোগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সাপোর্ট ফর লার্নিং সার্ভিস (এস এল এস) এর বাজেট কাটের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুস্টিত হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের 

১. শিশুদের বা চিন্ডেনদের এক্সটা সাপোর্ট,
২. ২.৫ পোস্টস ভিজুয়ালী ইমপ্রাইড সাপোর্ট টীম,
৩. পোস্টস ফর্ম দি ডেফট এ্যান্ড পার্টিয়ালী হেয়ারিং সাপোর্ট,
৪. ৪ পোস্টস স্পিসিফিক লার্নিং ডিফিকল্ট সাপোর্ট টীম।
৫. ১.৭ পোস্টস ফর্ম দি ল্যান্গুয়েজ এ্যান্ড কমুনিকেশন সাপোর্ট টীম।

এই সব প্রজেক্টের বাজেট কাট হচ্ছে £৬৫০,০০০। কাউন্সিলের জন্য এই সামান্য বাজেট কাট হলে এসএলএস সার্ভিস থেকে বন্চিত হবে দু:স্থ ও নিডি মানুষ। সেই সাথে কাজ হারাবেন বহু শ্রমিক বা ওয়ার্কাররা।

বাজেট কাট না করার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্স এর প্রতি আহ্বান জানান প্রতিবাদ সভার আয়োজকরা। 

এসময় বক্তব্য রাখেন, ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের কর্মকর্তা আলেক্স ক্যান্নি, আমান্তা ব্যান্থহ্যাম, কাউন্সিল মাইয়ুম তালুকদার, আলিসন ওয়াজনার, জুডি গারউড, ইরিন আব্রেডস, জেন্নী জনেস, সুজানেন সহ আরো অনেকে।

একুশে সংবাদ/এআরএম

Link copied!