AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটেনে করোনাভাইরাস স্থিতিশীলতার পথে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৪০ পিএম, ৭ নভেম্বর, ২০২০
ব্রিটেনে করোনাভাইরাস স্থিতিশীলতার পথে

ভয়, আতঙ্ক ও দুঃখের মাঝে স্বস্তির খবর করোনাভাইরাস মহামারির আক্রমণ থেকে বাঁচার জন্য লকডাউন দিয়েছে বৃটিশ সরকার। এর মাঝে খুশির খবর দিলেন বৃটেনের করোনা গবেষকরা। গবেষকদের গবেষনায় উঠে এসেছে ব্রিটেনজুড়ে করোনাভাইরাস স্থিতিশীল হতে চলছে। এ খবরে সবার মনে নতুন আশার আলো ফুটে উঠছে।

করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি ব্রিটেনের চারপাশে ধীর গতিতে দেখা যাচ্ছে, অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের সর্বশেষ তথ্য থেকে জানা গেছে। যদিও কোভিড ১৯ আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। তবে সে হারে মৃত্যুর সংখ্যা কম।

৩০ শে অক্টোবর থেকে ওএনএস বলছে ইংল্যান্ডে প্রতিদিনের নতুন সংক্রমণ প্রায় ৫০,০০০ স্থিতিশীল হয়। তার মানে ইংল্যান্ডের প্রতি ৯০ জনের মধ্যে একজনের কাছে কোভিড রয়েছে। ওয়েলস এবং স্কটল্যান্ডে চিত্রটি কিছুটা কম।

সেখানে, ১১০ জনের মধ্যে একজন ভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করছে। উত্তর আয়ারল্যান্ডে এটি ৭৫ এর মধ্যে একটি – এবং বিশেষজ্ঞরা বলেন যে সেখানে হারগুলি বন্ধ হচ্ছে কিনা তা খুব শীঘ্রই বলা যা্বে।

ওএনএসের ডেটা সম্প্রদায়ের কোভিড -১৯ সংক্রমণের দিকে নজর রাখে এবং এটি হাসপাতাল, কেয়ার হোমস থাকে তবে অন্যান্য সেবা মুলক প্রতিষ্ঠানে,  প্রাতিষ্ঠানিক সেটিংসে অন্তর্ভুক্ত থাকে না। এই সংস্থাগুলি অন্তর্ভুক্ত করা জরুরী। সেক্ষেত্রে করোনা নমুনা সংগ্রহ করতে আরো সহজ হবে।

ওএনএস দেখায়:

১. গত দুই সপ্তাহ ধরে উত্তর পূর্বকে বাদ দিয়ে ইংল্যান্ডের প্রতিটি অঞ্চলে সংক্রমণের হার বেড়েছে ।
২. উত্তর পশ্চিম এবং ইয়র্কশায়ার এবং হাম্বারে সর্বাধিক সংক্রমণের হার রয়েছে ।
৩. লকডাউন যুক্তরাজ্যের বেশিরভাগ অংশের সাথে বিশেষজ্ঞরা আশা করছেন যে আগামী সপ্তাহগুলিতে নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেতে পারে।

লিভারপুলে, কোভিডের জন্য শহরব্যাপী গণপরীক্ষার কাজ শুরু হয়েছে। সেই সাথে ব্রিটেনের সব শহরেই করোনা পরীক্ষা অব্যহত রয়েছে।

দ্বিতীয়বার জাতীয় লক ডাউনের ফলে মানুষ ঘরে বন্ধি অবস্থায় আছেন। এছাড়া কোন ধরনের জনসংযোগ নেই এ কারনে করোনাভাইরস সংক্রামন হতে পারছে না। সকল জনসাধারন যদি সরকারের নিয়ম ও বিধিনিষেধ মেনে চলে তবে করোনা আক্রমণ থেকে সবাই রক্ষা পাবেন। সংক্রামন স্থিতিশীল হলে আসতে আসতে আক্রান্ত কমে আসবে।

করোনাভাইরাস মহামারি থেকে বাঁচার জন্য সবাই সতর্ক থাকুন। মাস্ক, গ্লোভস ও সেনিটাইজার ব্যবহার করুন। বার বার হাত ধৌত করুন।বাসায় থাকুন। নিরাপদে থাকুন। সরকারি বিধিনিষেধ মেনে চলুন।

একুশে সংবাদ/এআরএম

Link copied!