AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘দিন যত যাচ্ছে, পরিস্থিতি জটিল হচ্ছে—দ্রুত নির্বাচন দিন’ : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৮ পিএম, ১৯ জুলাই, ২০২৫

‘দিন যত যাচ্ছে, পরিস্থিতি জটিল হচ্ছে—দ্রুত নির্বাচন দিন’ : মির্জা ফখরুল

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত গহণযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছে। তাই আর দেরি না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করুন, দ্রুত নির্বাচন দিন।”

তিনি আরও বলেন, “বর্তমানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ড. মুহাম্মদ ইউনূসের হাতে। তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে। এখনই সঠিক সিদ্ধান্ত নেয়ার সময়। সুযোগ হারালে দেশ আবারও বহু বছর পিছিয়ে যাবে।”

ফখরুল বলেন, “সরকারের উচিত জাতীয় ঐকমত্য গড়ে তোলা, যেন সবাই মিলে দেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। বিএনপির কোনো বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার অভিপ্রায় নেই, জনগণের সমর্থন নিয়েই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। একাত্তরের চেতনা, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জেএসডির তানিয়া রব প্রমুখ।

সবার বক্তব্যে ছিল গণতান্ত্রিক উত্তরণ, গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক সংলাপের আহ্বান।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!