AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন করে গডফাদার তৈরির সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৩ পিএম, ১৯ জুলাই, ২০২৫

নতুন করে গডফাদার তৈরির সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন করে আর কোনো গডফাদারের উত্থান ঘটতে দেওয়া হবে না।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ছিলেন বড় গডফাদার। তার ছত্রছায়ায় সারাদেশে ছোট ছোট গডফাদার তৈরি হয়েছিল। সেই গডফাদারতন্ত্র আমরা শেষ করেছি। এখন আর মাফিয়া, গডফাদার, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্রের জায়গা বাংলাদেশে হবে না। জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল—হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হবে বাংলাদেশের, জনগণের। বঙ্গোপসাগর থেকে যে সভ্যতা গড়ে উঠেছিল, আমরা তারই উত্তরাধিকার। সমুদ্রের সঙ্গে লড়াই করে কক্সবাজারের মানুষের জীবন চলে, আমরা তা জানি। সংগ্রাম আর সাহসিকতার আরেক নাম কক্সবাজার।’

পর্যটনশিল্প নিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার পর্যটনের জন্য বিশ্ববিখ্যাত হলেও এখানকার মানুষের স্বার্থ রক্ষায় সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। বরং পর্যটনের নামে লুটপাট হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব কক্সবাজার, যেখানে স্থানীয় মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।’

রোহিঙ্গা সংকট নিয়ে নাহিদ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের মানবিকতা আছে। কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ তাদের দায় নিতে পারে না। এতে কক্সবাজারবাসীর নিরাপত্তা, জীবিকা, আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।’

ড. ইউনূস ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদা ও অধিকারের সঙ্গে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।’

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!