আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না। আর জনগণ এখন বিএনপির সঙ্গে নেই। ফলে আগামীতেও তাদের কোনো আন্দোলনই সফল হবে না। স্বাধীনতার সময় থেকেই আওয়ামী লীগ এ দেশের মানুষের পছন্দের দল। তাই মানুষের ভালোবাসায় এবারের নির্বাচনেও আওয়ামী লীগই জয়লাভ করবে।
শুক্রবার মাদারীপুর-২ আসনে ভোটারদের সঙ্গে গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, বিএনপি সবসময় হরতাল, অবরোধ ডাকে কিন্তু কখনোই সফল হতে পারে না। কারণ, গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে শত শত মানুষ হত্যা করে আন্দোলন করা যায় না। তাদের অসহযোগ আন্দোলন ডাকার উদ্দেশ্যও মানুষ হত্যা করা।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, দেশের উন্নয়ন চায় না। তারা আবারও দেশে লুটপাতের রাজত্ব কায়েম করতে চায়। তাদের অতীতের কর্মকাণ্ডে এসব বিষয় একদম পরিষ্কার।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :