নির্বাচনে যাওয়ার বিষয়ে আজ বিকেলে জাতীয় পার্টি সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে দলটির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন চুন্নু।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিত থাকার কথা ছিল। এ নিয়ে চুন্নু বলেন, চেয়ারম্যানের অনুমতিতেই তিনি এই সংবাদ সম্মেলন করছেন।
চুন্নু বলেন, আসন ও নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে সবকিছু বিকেলে জানানো হবে। তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নিয়ে এই নেতা বলেন, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। বিকেলের মধ্যেই সব ফাইনাল হবে।
নির্বাচন করবো কি করবো না তা আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার বলেও মন্তব্য করেন চুন্নু।
এর আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন জিএম কাদের। সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করছেন দলের নেতারা। কাঙ্খিত আসন না পাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে দলে।
গুঞ্জন রয়েছে, জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে আওয়ামী লীগ কয়েকটি আসন ছাড়তে চাইলেও তাতে সন্তুষ্ট নয় তারা।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :