বিএনপিসহ সমমনা সরকারবিরোধী দলগুলোর ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে আজও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মাঠে রয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ১৩৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, এরআগে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল-অবরোধের নামে আগুন-সন্ত্রাসকে রুখে দিয়ে জনমানুষের জানমালের নিরাপত্তার স্বার্থ রক্ষায় মাঠে থাকার নির্দেশনা দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সে অনুযায়ী, শনিবার সকাল থেকে গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও রাজধানীর গুরত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরবর্তী তারা অবৈধ হরতাল-অবরোধের নামে আগুন-সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় হতে শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
অবস্থান নেওয়ার পাশাপাশি বিএনপি ও অবরোধবিরোধী স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
এদিকে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচিতে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। রাজধানীসহ সারাদেশে অতিরিক্তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দূরপাল্লার গাড়িতে দেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :