সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ শনিবার (২৮ অক্টোবর)। তবে সমাবেশের একদিন আগেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করে। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে নয়াপল্টন লোকে লোকারণ্য।
শনিবার সকাল সাড়ে আটার দিকে সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে যাচ্ছেন। তবে সেদিকে এগোনোর উপায় নেই। বেলা গড়াতেই এ জনসমাগম আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজকের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।
এদিকে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে। সমমনা ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায় বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। কারওয়ান বাজারে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে এলডিপি।
বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। জামায়াতকে কোনোভাবে মাঠে নামতে দেওয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনুমতি না পাওয়ার পরেও জামায়াতের মহাসমাবেশ করতে চাওয়ায় নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ অক্টোবর) সকালে শাপলা চত্বরে ঢোকার সবদিকের সড়ক পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ।
এদিকে, আগের ঘোষণা অনুযায়ী আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে সারা দেশ থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। যে যেভাবে পেরেছেন, নানা ছদ্মবেশে ঢাকায় পৌঁছেছেন।
এ সময় জামায়াতের নেতা-কর্মীরা মিছিল শোডাউন করে। আরামবাগে পুলিশ ব্যারিকেড দিলে তা সরিয়ে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তবে ফের ব্যারিকেড দেয় পুলিশ। ফলে সেখানেই স্লোগান ও মিছিল করছে জামায়াতের নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :