জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জনগণের পক্ষে কথা বলা মানেই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা, বর্তমান সরকারের আমলে মানুষ প্রতি নিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছে। দূর্ণীতিতে দেশ ভেসে গেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের বরাত দিয়ে জিএম কাদের আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমসহ সবার কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। একসময় মানুষ আর টেলিভিশন দেখবে না। টেলিভিশন গুলিতে সরকারের গুণাবলী প্রকাশ হবে। দেশের মানুষ এক টাকা পায় না কিন্তু দেশ থেকে হাজারো কোটি টাকা পাচার হচ্ছে। তিনি বলেন, দেশের মালিক জনগণ, কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছেন না। সরকার রাষ্ট্রকে নিজের মত করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোন কথা শুনছে না। জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন,আমরা এখন পর্যন্ত চিন্তা করছি ৩০০ আসনে নির্বাচন করবো। নির্বাচন করে উত্তরের সংখ্যাগরিষ্ঠ আসন পূর্ণ উদ্ধার করতে চাই।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুল হক চুন্নু এমপি সরকারের সমালোচনা করে বলেন,বিদ্যুতের কথা বলে সরকার টাকার লুটপাট করেছে। বর্তমানে এক এমপি ১৪ কোটি টাকা দিয়ে বাড়ি করল কিভাবে টাকা পেল। আমরা এমপি হয়েও এত টাকা দিয়ে বাড়ি করতে পারিনা। বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র একই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে বলেন, আমরা কোথায় আছি একটা ডিমের দাম ১৫ টাকা।
লালমনিরহাট জেলা জাপার আহবায়ক শেরিফা কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ প্রমূখ। জেলা জাপার সদস্য সচিব জাহিদ হাসান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা জাপার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জ.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :