তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগকে আউট করতে গিয়ে বিএনপি নিজেই বোল্ড আউট হয়ে গেছে। তারা ঢাকা অবরোধ করতে চেয়েছিল। পরে তারা নিজেরাই পালিয়ে গেছে।’
মঙ্গলবার (১ অঅগস্ট) দুপুরে নগরীর আর কে রোড়ে বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে বিএনপি। ফাঁকা মাঠ দেখে আমার নিজেরই লজ্জা লাগলো। টেলিভিশনে দেখেছি ১০ থেকে ১৫ হাজারের বেশি মানুষ হবে না। তারা বড় সমাবেশের ডাক দিয়েও মানুষ পায়নি। তাই তারা বড় মাঠে না গিয়ে নয়া পল্টনের সামনে জনসভা করতে চায়।’
তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে। বিএনপি গাড়ি পোড়াচ্ছে, মানুষ পোড়াচ্ছে, খুন করছে। তাদের এক নেতা কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে আদালত তার আবেদন খারিজ করে দেন। বিএনপির লজ্জা থাকা উচিত পঞ্চমবারের মত তাদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিল কানাডার আদালত। বিশ্বের অন্য দেশেও বিএনপি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল, সেখানেও তাদের সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘গেল ১৫ বছরে বিএনপি নেতাদের আদর-আপ্যায়ন করা হয়নি এটা সত্য নয়। যখন তারা গ্রেফতার হয়েছে তাদের ডিভিশন দেওয়া হয়েছে। যতদুর সম্ভব কারাগারে তাদের ভাল রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘রংপুরে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাস্থলের বাইরে কমপক্ষে আরো ১০ গুণ মানুষ উপস্থিত থাকবে। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে।’
তিনি বলেন, ‘আমাদের সরকার দেশের প্রতিটি বিভাগে টেলিভিশন কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর বিভাগেও বাংলাদেশ টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করার কাজ হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে এটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপিত হলে স্থানীয় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তাদের প্রতিভা, দক্ষতা দেশব্যাপী তুলে ধরার সুযোগ পাবে।’
এর আগে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্রে হাঁড়িভাঙা ও আমলকি গাছের চারা রোপন করেন। এ সময় বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জ/এসএপি
আপনার মতামত লিখুন :