দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আরেক দেশের গোলামী করার জন্য না। দেশের মানুষ আজ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তাদের কথা আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।
তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতায় কে থাকবে এটা কি বাংলাদেশের মানুষ ঠিক করবে নাকি প্রতিবেশী রাষ্ট্র ঠিক করবে? আজ দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভোটের আগে দেশে এসে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করছে। সারাদেশের জনগণ একদিকে আর আওয়ামী লীগ একদিকে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সকল রাজবন্দিদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আগামী নির্বাচনে বিদেশীদেরকে ধোকা দেওয়া যাবে না মন্তব্য করে আব্দুস সালাম বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। খারাপ হয়েছে তখনই যখন এদেশের অর্থ সব লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে। আর গণতন্ত্রের কথা বলে মায়া কান্না করে এই দেশটাকে জাহান্নাম বানিয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষ আরামে নাই আরামে আছে আওয়ামী লীগ।
আয়োজক সংগঠনের আহ্বায়ক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান, মামুন হাসান, কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারী আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি আসাদুর রহমান খান প্রমুখ।
একুশে সংবাদ/মা.স.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :