ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আবারও ইসলামী আন্দোলনের আমির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মহাসচিব নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখ।
কমিটিতে নায়েবে আমির পদে রয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মাওলানা আবদুল আউয়াল ও মাওলানা আবদুল হক আজাদ। যুগ্ম মহাসচিব পদ পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। একইসঙ্গে সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কে এম আতিকুর রহমান।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :