বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, মানুষকে বিভ্রান্তি করতে প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘মহান বিজয় দিবস এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, ‘মুক্তিযোদ্ধের সব অর্জনকে আজ ভূলুন্ঠিত করেছে এই সরকার। বাংলাদেশে আজ অলিখিত বাকশাল চলছে।’
সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা নাকি বিদেশে লোক ভাড়া করে সরকারের বদনাম করছি। আমি পরিষ্কার করে বলছি, দেশের বদনাম করছে আওয়ামী লীগ। লুটপাট আর টাকা পাচার করে দেশ ধ্বংস করে দিয়েছে।
এসময় ১০ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের জন্য নেতাকর্মীদের শক্তি সঞ্চারের আহ্বান জানান ড. মোশাররফ।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
একুশে সংবাদ/চ্যা/পলাশ
আপনার মতামত লিখুন :