বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা আজ রোববার ধানমিন্ডর ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সেসময় তাদের সাথে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বাত্মক চেষ্টা করব। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ যে কোন উন্নয়ন কার্যক্রমে পাশে থাকবে।
আগামীতে সংগঠনকে আরো শক্তিশালী করে গতিশীল করার কথাও বলেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :