ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে যুবলীগের মহাসমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বাস, পিকাপ, মোটরসাইকেলে করে সমাবেশে যোগ দিচ্ছেন তারা।
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সংগঠনটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১১ নভেম্বর) মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ব্যাপারে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ জানান, এ মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। আমরা আজকের পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর কখনও মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। যুবলীগের সমাবেশের মাধ্যমে বিএনপি-জামায়াতকে বুঝিয়ে দেওয়া হবে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করলে আর রেহাই নেই।
এর আগে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান বর্ণাঢ্য সাজে সেজেছে। লেকের পূর্বপ্রান্তে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ব্যানার-ফেস্টুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।
একুশে সংবাদ/আট/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :