তথ্য ও সম্প্রাচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম ধাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন সারাদেশে সমাবেশ শুরু করেছে। এটা তারা করতেই পারে। কিন্তু এই সমাবেশের নামে তারা যদি আবার অরাজকতা করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগও হাত গুটিয়ে বসে থাকবে না।
বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ে এসব কথা বলেন হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়েছে। বিএনপি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যত কথা বলেছে তা সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে বিএনপির সময়। এসব তথ্য উপাত্ত সব বিশ্ব দরবারে পাঠানো হবে ‘
তিনি বলেন, ‘যে সময় সরকারের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে দেশ বিদেশে কথা বলছে একটি মহল, ঠিক সেই সময় মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ। এর অর্থ হলো শেখ হাসিনা সরকার সঠিক পথেই আছে।’
একুশে সংবাদ.কম/নি.বিডি/না.স/এসএ
আপনার মতামত লিখুন :