AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাপা বিরোধিতা কর‌লেও রওশন এরশাদ ইভিএম চান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫০ পিএম, ৬ অক্টোবর, ২০২২
জাপা বিরোধিতা কর‌লেও রওশন এরশাদ  ইভিএম চান

জাপা বিরোধীতা নির্বাচনের বিরোধিতা করলেও সমর্থন ক‌রছেন দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ। থাইল্যান্ডে চি‌কিৎসাধীন বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদ ভিডিওবার্তায় বলেন, সারাবিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। ইভিএমে ভোট হলেও নির্বাচন করব।

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে জাপার ‘সম্মেলন প্রস্তুতি কমিটির’ সংবাদ সম্মেলনে এই ভি‌ডিওবার্তা প্রচার করা হয়।

 

গত ৩০ আগস্ট থাইল্যান্ড থে‌কে চি‌ঠি‌তে জাপার কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। য‌দিও এ‌কে অবৈধ বলছেন জি এম কা‌দে‌রের নেতৃত্বাধীন জাপার নেতারা। রওশন এরশাদ ঘো‌ষিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য স‌চিব গোলাম মসীহ সংবাদ সম্মেলনে তা‌দের লক্ষ্য-উদ্দেশ্য তু‌লে ধ‌রেন।

 

তিনি জানান, চল‌তি মা‌সেই দে‌শে ফির‌বেন রওশন এরশাদ। আগামী মা‌সে হ‌বে জাপার দশম কাউন্সিল। হু‌সেইন মুহাম্মদ এরশা‌দের জাতীয় পা‌র্টিকে স‌ঠিক প‌থে ফি‌রি‌য়ে ঐক্যবদ্ধ কর‌তেই কাউন্সিল আহ্বান ক‌রে‌ছেন রওশন এরশাদ।

 

ব্যাংককের হাসপাতা‌লে ধারণ করা ভিডিওবার্তায় রওশন বলেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়। এখন আমরা ফাইভ-জি ব্যবহার করছি। তাহলে এতে মানা কোথায়? যারা নির্বাচনে জিতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যারা হেরে যায়, তারা ব‌লে কারচু‌পি হ‌য়ে‌ছে। অবশ্যই ইভিএমের মাধ্যমে নির্বাচন করব।

 

রওশন এরশাদ জানান তিনি এখন অনেকটা সুস্থ। অক্টোবরে দেশে ফিরবেন। আগামী‌তে ভা‌লো নির্বাচন হ‌বে ব‌লে আশাবাদ জা‌নি‌য়ে তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার জন্য যারা কাজ করবে, তারা জিতে আসবে। দেশবাসী নিশ্চয়ই ভালো থাকবে নির্বাচনে।

 

এদিকে, শুরু থেকেই জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ঘোর বিরোধিতা করে আসছে। ই‌ভিএম সমর্থন ক‌রে রওশন এরশা‌দের বক্তব্যকে ব্যক্তিগত অভিমত ব‌লে আখ্যা দি‌য়ে‌ছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক।

 

একুশে সংবাদ/এসএস

Link copied!