ঢাকা মহানগর উত্তর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ শে জুন) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে এই সম্মেলনের আয়োজন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ।
এই সম্মেলন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফিউল্লা সফি এর সভাপতিত্বে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইঞ্জি.কাজী রেজাউল হক রেজা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান কামাল (এম পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম(এম পি), বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মান্নান কচি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য দেওয়ান আরিফুল ইসলাম ফারুক।
এই সম্মেলনে বক্তব্য প্রধান করেছেন ঢাকা মহানগর উত্তর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আবুল কালাম, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. এবি এম জাহাঙ্গীর আলম।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ.কম/ রাফি/বাবু.জা.হা
আপনার মতামত লিখুন :