জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বানচালে পরিকল্পিত এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতার আনার দাবি জানাচ্ছি।
আজ রবিবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনা জাতীয় রাজনীতির অস্বাভাবিকতার প্রমাণ। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিশন গঠন করতে হবে। সরকার সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে।
একুশে সংবাদ / আল-আমিন
আপনার মতামত লিখুন :