AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাম্প্রদায়িক সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয় : টিআইবি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৪৮ পিএম, ১৯ অক্টোবর, ২০২১
সাম্প্রদায়িক সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয় : টিআইবি

সাম্প্রদায়িক সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এসব বিষয়ে রাজনৈতিক দোষারোপের চিরাচরিত অপসংস্কৃতি বাদ দিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ ১৯ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে জার্মানভিত্তিক বেসরকারি দুর্নীতি বিরোধী সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিলো।’

এসব ঘটনায় শতাধিক মামলা করে কয়েক হাজার আসামি করা হয় উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, “চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পূর্ববর্তী সমস্ত সহিংসতাতেও আমরা একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে পাই।”

সাম্প্রদায়িক শক্তির প্রতি ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতার’ পাশাপাশি ‘বিচারহীনতার’ এই সংস্কৃতিই হামলাকারীদের আরও উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করে সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের স্বপ্নপূরণ অসম্ভবই রয়ে যাবে। এ ধরনের প্রতিটি ঘটনাতে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার চর্চা বাদ দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আন্তরিকভাবে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করার এখনই সময়।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘বিগত এক দশকে তিন হাজারেরও অধিক সহিংস হামলায় ভিন্ন ধর্মাবলম্বীদের দেড় হাজারেরও বেশি বাড়িঘর, প্রতিমা, পূজামণ্ডপ ও মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি ঘটনাতেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তির তথ্য পাই না।’

একুশে সংবাদ/মুন্নী/এএমটি

Link copied!