রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যরা মাঠে রয়েছে।”
বিজিবির ১৪ প্লাটুনের মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে আরও ২ প্লাটুন দায়িত্ব পালন করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর পর থেকেই রাজধানীসহ বিভিন্ন স্থানে sporadic ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়।
উল্লেখ্য, গত জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরেই রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করে দলটি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

